বাংলাদেশের রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবার আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলার অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিক এখন ঢাকায়। লাইসেন্সি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাপোলো ক্লিনিকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে সকালে রাজধানী ঢাকার ধানমন্ডির ৬৪, সাত মসজিদ রোডে ফিতা উন্মোচন করে এবং কেক কেটে প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের অ্যাপোলো ক্লিনিক।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ও মহাসচিব জাকির হোসেন, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুন গুলাটি, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল, এবং জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজীদ আলম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন