টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে যমুনা ব্যাংক পরপর তিনবার বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন’ অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন