আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিভিন্ন জেলার ৬০০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। জাতীয় পর্যায় থেকে ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান উপস্থিত ছিলেন।