ঢাকা ব্যাংক পিএলসি আবারও গর্বের সঙ্গে ঘোষণা করছে, তারা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) স্বীকৃতি অর্জন করেছে। ব্যাংকটি এডিবির ১১তম ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডস-২০২৫-এ সম্মানজনক ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড’ লাভ করেছে। সম্প্রতি সিঙ্গাপুরে দেওয়া হয়, যেখানে ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এমার্জিং মার্কেট অফিসার (সিইএমও) মোস্তাক আহমেদ সম্মাননা গ্রহণ করেন। এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স বিভাগের প্রধান মি. স্টিভেন বেক এবং দক্ষিণ এশিয়ার ইউনিট প্রধান মিস নেহা নরোনহার কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।