ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেন সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন।
অভিযোগ উঠেছে, তাকে নির্বাচিত করতে আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীদের পরিচালিত কিছু টেলিগ্রাম চ্যানেলে নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধু শামীম নয়, আরও কয়েকজন প্রার্থীকেও বিজয়ী করতে তালিকা আকারে সমর্থন চাওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত দুই টেলিগ্রাম চ্যানেল ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ ও ‘ঠিকানা... দেশরত্ন শেখ হাসিনা’ থেকে এমন নির্দেশনামূলক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্টে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কয়েকজন নির্দিষ্ট প্রার্থীর সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে এবং তালিকা যেন বাইরের কারও সঙ্গে শেয়ার না করা হয়, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
তালিকায় যেসব নাম রয়েছে, ভিপি শামীম-ব্যালট নং ৪২, জিএস আরাফাত-ব্যালট নং ১, এজিএস - মো. জাবির আহমেদ জুবেল, ব্যালট নং : ১৮, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক - মো. মমিনুল ইসলাম (বিধান), ব্যালট নং : ১২, আন্তর্জাতিক সম্পাদক- মো. শাকিব মাহামুদ, ব্যালট নং : ০৯, ছাত্র পরিবহন সম্পাদক -মো. রাজিন হোসেন, ব্যালট নং : ০৮, মো. রাফিজ খান, ব্যালট নং : ০৯। এছাড়া আরও কিছু পদে কয়েকজনের নাম দেওয়া রয়েছে।
জানা গেছে, ‘ঠিকানা… দেশরত্ন শেখ হাসিনা’ চ্যানেলে এই পোস্ট করেছেন কক্সবাজারের রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা খালেকুজ্জামান খোকন। আর ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ চ্যানেলে পোস্ট করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন কিরণ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম হোসেনের ছাত্রলীগ-সংশ্লিষ্টতার বিভিন্ন স্ক্রিনশটও ঘুরে বেড়াচ্ছে। তিনি একসময় জাসদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। যদিও এবারের ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।