৭ কিলোমিটার আয়তনের ১টি গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণির, পেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। এই জনপদে পদে পদে বিপদ। একদা গ্রামটির নাম ছিল পরাণপুর কালপরিক্রমায় এখন লোকে ডাকে পেইনপুর বলে। এই পরাণপুরে মানুষের তুচ্ছ কারণেই চুন থেকে পান খসলে গ্যাঞ্জাম বাধে। এই মানুষগুলোর জীবনে একটি অন্যরকম মোচড় আসে যখন বয়স্কা আয়নাল বিবির ছোটকালে হারিয়ে যাওয়া সন্তান সুরুজ ৩০ বছর পর নিজ গ্রামে ফিরে আসছে এই খবরে।
বেশি অস্থিরতা তৈরি হয় গ্রামের তিন ফ্যামিলির মধ্যে, যাদের এতদিন চোখ ছিল বৃদ্ধা আয়নাল বিরির ভিটি আর জমি-জমার ওপর। এই সম্পত্তির লোভেই এতদিন তারা বৃদ্ধাকে দেখাশোনা করত। সংগত কারণেই দীর্ঘদিন পর সুরুজের ফিরে আসার খবরে তাদের মধ্যে দুশ্চিন্তা ভর করে আবার কৌতূহলও তৈরি হয়- এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘৭ কিলো ১ গ্রাম’।
জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, আলমগীর হোসেন, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্ণা, রিপা রঞ্জনা, মনিষা শিকদার, মারুফ মিঠু, তুহিন খান, রহিম সুমন প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে শামস করিম রূপালী বাংলাদেশকে বলেন, ‘বর্তমান সময়ের পটভূমিতে রচিত ‘৭ কিলো ১ গ্রাম’ ধারাবাহিক নাটকটির কাহিনি গড়ে উঠেছে ৭ কিলোমিটার আয়তনের ১টি গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণির, পেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। নাটকটি হাস্যরসাত্মক হওয়ায় দর্শক ষোলো আনা যেমন বিনোদিত হবে, সেইসঙ্গে প্রতি মুহূর্তের নাটকীয়তায় সে আকৃষ্ট হবে। গল্পটি গ্রামীণ আবহে একটি সামাজিক নাটক হিসেবে গণ্য হবে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাট্যকার জুয়েল এলিন বলেন, ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকটি বর্তমান আবহে রচিত। এখানে মানুষের জীবনের প্রতিটি পর্যায় আমরা ধাপে ধাপে দেখতে পাব। গল্পটি মানুষের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, হাসি-কান্না, ঝগড়া-বিবাদ, আত্মকলহ-আত্মসমালোচনা, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, মায়া-মমতা, আত্মীয়তা-শত্রুতা, দ্বন্দ্ব-বন্ধুতা, সংবাদ-অসংবাদ, সামাজিক অবক্ষয়, তা থেকে প্রতিকারের চেষ্টা সবই গুচ্ছ গুচ্ছ আকারে আবদ্ধ একটি দৃশ্য মালায়। ধারাবাহিক নাটকটিতে সব মানুষই তার জীবনের কোনো না কোনো অংশের ছায়া খুঁজে পাবে।’
জানা গেছে, মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’ গতকাল থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে।