কর্মসংস্থান ব্যাংকের সুনামগঞ্জ শাখা, সুনামগঞ্জের গ্রাহক এবং অংশীজনের অংশগ্রহণে গতকাল সোমবার শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জে গ্রাহক সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক সমাবেশ ও গণশুনানিতে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।