ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৪১ এএম

ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। শনিবার সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা, পরিচিতি পর্ব, খেলাধুলা আর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফল-২০২৫’ উদযাপন করেন নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক আমির রাশেদ খান ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের পরিচালক করপোরেট এফেয়ার্সের পরিচালক  ইশতেকমাল হোসেইন এবং বিশ্ববিদ্যালয়ের একঝাঁক সফল অ্যালামনাই।