আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিলেট জোন-এর দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ নগরীর স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।