ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৪৯ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিসমূহের প্রতিনিধিদের সঙ্গে ‘হজ ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সহসভাপতি হাফেজ নুর-মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী।