সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সম্মানিত পরিচালক মো. ইকবাল মহসীন। উনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান।