খুলনায় ‘ম্যানেজার্স মিট’ শীর্ষক ব্যাবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। খুলনা সদরের স্থানীয় একটি মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়রাম্যান মো. মেহমুদ হোসেন। অনুষ্ঠানে মো. মেহমুদ হোসেন উপস্থিত খুলনা জোনের সব শাখা ব্যবস্থাপককে বিভিন্ন আর্থিক সূচকে অর্জিত অগ্রগতির পাশাপাশি ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা প্রাদন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন