পূবালী ব্যাংক পিএলসি প্রথমবারের মতো স্বাধীনভাবে প্রণীত Annual Sustainability & Impact Report 2024 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, যা স্বচ্ছতা, জবাবদিহি এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ‘Green Financing: Leads to Sustainability’ শিরোনামের এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে স্বীকৃত IFRS SI & S2-এর মানদ-ের সঙ্গে সংগতিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনÑএই তিন ক্ষেত্রে (ESG metrics) পূবালী ব্যাংকের অগ্রগতি তুলে ধরেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন