মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৪৭ এএম

পদ্মা সেতু এলাকা থেকে ‘মিলবে’ ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৪৭ এএম

পদ্মা সেতু এলাকা থেকে ‘মিলবে’ ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ার ফাঁকা স্থান কাজে লাগিয়ে আগামী ছয় মাসের মধ্যে ছয় মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করবে বেসরকারি কোম্পানি ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড।

গত রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবলের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনার আলোকে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। উপদেষ্টার নির্দেশনায় রাষ্ট্রায়ত্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকলের একটি টিম পদ্মা সেতুর সার্ভিস এরিয়ার ছাদে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা চিহ্নিত করতে একটি সমীক্ষা চালায়।

সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১-এ ১ হাজার ৯৬৬ কিলোওয়াট, সার্ভিস এরিয়া-২-এ ২ হাজার ৯৪৮ কিলোওয়াট এবং সার্ভিস এরিয়া-৩-এ ১ হাজার ১১৯ কিলোওয়াট অর্থাৎ মোট ৬ হাজার ৩৩ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এই সক্ষমতা ধরে সৌরবিদ্যুৎ উৎপাদনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে ওমেরা রিনিউয়েবলের ২৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৬৭ টাকা মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে আগামী ছয় মাসের মধ্যে (১৪ মার্চ ২০২৬) কাজটি সম্পন্ন হবে।

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!