ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ভোট ও ৩১ দফা নিয়ে ষড়যন্ত্র ঠেকানোর আহ্বান তারেক রহমানের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:৩৩ এএম

স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপিÑ এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।


সরকারের ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি প্রত্যাশা করে, জনগণ বিএনপিকেই নির্বাচিত করবে। ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন হতে যাচ্ছে। অদৃশ্য শক্তি কাজ করছে। কিন্তু কঠিন পথ, ষড়যন্ত্র ভ-ুল করে সফল হওয়া সম্ভব, যদি বিএনপি নেতাকর্মীরা সতর্ক থাকে। তাই সবাইকে ভোট আর ৩১ দফা নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না, সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এর আগে দুপুর ১টায় নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের অধিবেশন উদ্বোধন ঘোষণা করেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধনের শুরুতেই জাতীয় সংগীত ও দলীয় গান পরিবেশন করা হয়। সেই সঙ্গে স্বাধীনতা যুদ্ধে ও জুলাই আন্দোলনে সব শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন। 
এদিন দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে জেলার ১৪টি ইউনিটের এক হাজার ৪১৪ ভোটার গোপন ব্যালটে জেলা বিএনপির নেতৃত্ব নির্ধারণ করবেন। 


এদিকে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। তাই সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নতুন কমিটির নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। সম্মেলন ঘিরে ১৭ বছর পর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য। কর্মীরাও মুখে আছেন নতুন নেতৃত্ব বাছাইয়ে।