- ছাত্রদলের আবিদ-তানভীর পরিষদ
- জুলাই আহত সানজিদার সম্মানে তার পদে প্রার্থী দেয়নি ছাত্রদল
- ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলে লড়বে তিন বাম সংগঠন
- বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নেই ভূমিকা রাখে না, সর্বোপরি এটি নেতৃত্ব গড়ে তোলারও একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এবারের ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিভিন্ন পদে ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে লড়ছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকে শুরু করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্মগুলো।
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে নির্বাচন করবেন আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে শেখ তানভীর বারী হামীম। তবে জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। গতকাল বুধবার ঢাবির অপরাজেয় বাংলার সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এদিন ডাকসু নির্বাচনে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামে প্যানেল ঘোষণা করে তিন বাম ছাত্র সংগঠন। এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয়। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম। ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এ তথ্য জানান। এ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয় করা হয়েছে। এদিকে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বিভেদ দেখা যাচ্ছে ডাকসু নির্বাচন ঘিরে। প্ল্যাটফর্ম থেকে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে এবার তিনটি ভিন্ন ভিন্ন প্যানেল থেকে প্রার্থী দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে আরও রয়েছেÑ সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ নির্বাচন করবেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান; গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ১৫ জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে। ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহনবিষয়ক সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন; মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না।
এ ছাড়া সদস্য পদে মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল। একই সঙ্গে ডাকসু নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এ প্যানেল থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে আবদুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
এ ছাড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম-পাঠকক্ষ ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার; আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক; ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার; ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র; সমাজসেবা সম্পাদক পদে মহির আলম; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে আনিকা তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এ প্যানেল।
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম। তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কয়েকজন নেতা সংগঠন থেকে পদত্যাগ করে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।
উল্লেখ্য, ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবার। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।