প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের দাবি পর্যালোচনায় এবার ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের প্রধান থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেসব সরকারি সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয়, সেসব সংস্থার প্রধানকে ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পরও শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেননি। উল্টো দাবি আদায়ের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে মাফ চাওয়া, ডিসি মাসুদকে বহিষ্কার এবং তাকে মাফ চাইতে হবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। সব প্রকৌশল বিশ^বিদ্যালয়ে শাটডাউন চলবে বলেও জানান তাঁরা। এই দাবিতে গতকাল বিকেলে রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা পুড়িয়েছেন।
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির যৌক্তিকতা যাচাই করতে বুধবার বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। গতকাল কমিটির প্রথম বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের এই সমস্যা নতুন নয়। বহুদিন আগের সমস্যা এটা। এ সমস্যার সমাধান করতে গেলে সবার সঙ্গে বৈঠক করতে হবে, কথা বলতে হবে। এ কারণে ১৪ সদস্যের একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।
যেসব সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয়, তারা এই ওয়ার্কিং গ্রুপে থাকবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তারা বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের কথা শুনবে। এরপর তাদের মধ্যে যারা প্রণিধানযোগ্য, যারা এসব বিষয়ে ওয়াকিবহাল, তাদের বক্তব্য শোনা হবে। এখানে আইনগত কোনো বিষয় আছে কি না, সে বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এরপর কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেবে।
যারা আন্দোলন করছেন, তাদের জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ান হাসান বলেন, আন্দোলনকারী ব্যক্তিরা তাদের বক্তব্য যেন লিখিত আকারে ওয়ার্কিং গ্রুপের প্রধান গণপূর্ত সচিবকে দেন। চাইলে তারা কমিটির সঙ্গে আলোচনাও করতে পারেন। ওয়ার্কিং গ্রুপের সঙ্গেও বসতে পারেন। এ সমস্যার রাতারাতি সমাধান হবে না। কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কমিটি সুপারিশ তুলে ধরবে।
কমিটির প্রধান ফাওজুল কবির খান বলেন, মূল কমিটি আন্দোলনকারী ও অভিভাবকদের সঙ্গে বসবে। যেসব সরকারি সংস্থা প্রকৌশলী নিয়োগ দেয়, বিশেষ করে গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডÑ তাদের সঙ্গেও কমিটি বসবে।
এটা তো দীর্ঘ প্রক্রিয়া। আশু সমাধান কী? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে কমিটির প্রধান ফাওজুল কবির খান বলেন, এটাই সমাধান। আন্দোলনকারী ব্যক্তিরা চাইলে যেকোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারবেন। প্রকৌশলীদের তিন দফা, ডিপ্লোমাদের সাত দফা দাবি আছে। উভয় পক্ষের কথা শুনতে হবে, বুঝতে হবে। নিরপেক্ষতার সঙ্গে সমস্যার সমাধান করতে হবে।
ফাওজুল কবির খান আরও বলেন, দুই পক্ষের মধ্যে মতপার্থক্য আছে। তাদের কাজ হচ্ছে সেতু নির্মাণ করা। দুই পক্ষকে এক জায়গায় নিয়ে আসা।
ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ, মৎস্য ভবন মোড়ে অবস্থান: রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা বিক্ষোভ করেছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা পুড়িয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রকৌশল শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহিদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, প্রেসক্লাব, হাইকোর্ট হয়ে মৎস্য ভবনের সামনে আসেন। তারা ডিএমপি সদর দপ্তরে যাচ্ছিলেন। তবে মৎস্য ভবন মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিলকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এ সময় মৎস্য ভবন মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কদম ফোয়ারার দিক থেকে শাহবাগে যাওয়া আংশিক রাস্তায় ধীরে যানবাহন চলতে দেখা গেছে। এ ছাড়া শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছিলেন। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মৎস্য ভবন মোড় ছেড়ে যান।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শাহীন আল মোহাম্মদ তাসরিফ বলেন, ‘আমাদের আজকে দুটি দাবি আছে। প্রথমত, স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাফ চাইতে হবে, ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে এবং তাকেও মাফ চাইতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।’
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন অব্যাহত থাকবে। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ এবং সপ্তাহব্যাপী কর্মসূচির পর জাতীয় সমাবেশের ঘোষণাও দেওয়া হয়।
প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী শুধু চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে ডিপ্লোমা থেকে বিএসসির যোগ্যতা অর্জন সম্ভব নয়। এটি বৈশ্বিক মানদ-।
উল্লেখ্য, তিন দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ থেকে যমুনা অভিমুখে যাত্রা ঘিরে গত বুধবার তাদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার এবং লাঠিপেটার ঘটনা ঘটেছে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন: তিন দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বন্ধ রয়েছে সব ধরনের পরীক্ষাও।
গত বুধবার শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে। এর আগে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন