ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

বললেন আমীর খসরু

স্বৈরাচারের আমলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১০:৩৯ পিএম

স্বৈরাচারের শাসনামলে জাতিসংঘ সাহসী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ করে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের অবদানের কথা উল্লেখ করেছেন তিনি। এদিকে আগামী সংসদ নির্বাচনে ‘সব দল’ অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গোয়েন লুইস। গতকাল রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, এই আলোচনায় দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নের বিষয় নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে। রোহিঙ্গারা মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। তাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তাদের জন্য কী করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে জাতিসংঘ। গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচারের শাসনামলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ।’

গোয়েন লুইসের অবদানকে স্বীকার করে আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় লুইস দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তাঁর কাজের মেয়াদ শেষ, আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।’ দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহসাই নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

গোয়েন লুইস আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সংসদ নির্বাচনে ‘সব দল’ অংশগ্রহণ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল এই নির্বাচনে যুক্ত হবে।’

গোয়েন লুইস বলেন, আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। গোয়েন লুইসের সঙ্গে ছিলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজর হুমা খান। বৈঠকের পরে আমীর খসরু জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে নিয়ে সংবাদ ব্রিফিংয়ে আসেন। গত সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সম্মেলনের কথা তুলে ধরে গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান খুবই চ্যালেঞ্জিং।