আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। এ সিরিজেই ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সেই তরতাজা হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল।
ওয়ানডে ক্রিকেটে খুবই বাজে সময় যাচ্ছে বাংলাদেশের। গত বছরের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। এরপর টানা চারটি সিরিজে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের কাছে দুবার (২-১ ও ৩-০) ব্যবধানে সিরিজ হারের স্বাদ পেয়েছে টাইগাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরে দিশেহারা লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ আফগানিস্তানের কাছে যেভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ, সেটি ব্যাখ্যাতীত।
তিন ম্যাচের সিরিজের কোনোটিতেই ৫০ ওভার ব্যাটিং করার কৃতিত্ব দেখাতে পারেনি মিরাজ, শান্তরা। মাত্র ৯৩ রানে অলআউটের ঘটনাও ঘটেছে। অবিশ^াস্যভাবে ব্যাটিংয়ে ধস নেমেছে। ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ভুগেছে দল। সম্মিলিত ব্যাটিং ব্যর্থতায় ক্রমেই দলের অধোগতি হয়েছে। অন্ধকারে যাওয়া বাংলাদেশ দলের জন্য ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারায় ফেরার। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বলেছেন, এই সিরিজ দিয়েই নতুন শুরু করবে তার দল।
অন্যদিকে, ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে জয়ের লক্ষ্যে মাঠে নামবে শাই হোপের দলও। এই দলের কোচ হিসেবে আছেন সুপরিচিত ক্রিকেটার ড্যারেন স্যামি। বাংলাদেশ সম্পর্কে তার আদ্যোপান্ত জানা। ওয়ানডে সিরিজে ভালো কিছু উপহার দেওয়ার অপেক্ষায় স্যামির দল ওয়েস্ট ইন্ডিজ।
এ পর্যন্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১২টি ওয়ানডে সিরিজ খেলেছে। সিরিজ জয়ের পরিসংখ্যানে দুই দল সমানে সমান। সমান ৬টি করে সিরিজ জিতেছে দুই দলই। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। নিজেদের ঘরের মাঠে এ সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় ক্যারিবিয়ানরা।
এই সুখস্মৃতিই তাদের বাড়তি অনুপ্রেরণা দেবে। অবশ্য নিজেদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশও। ২০১১ সালের পর বাংলাদেশের মাটিতেও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। এর মধ্যে একটি পাঁচ ম্যাচের সিরিজও রয়েছে। এর আগে সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ক্যাবিবীয়রা। এই রেকর্ডটিই বাংলাদেশকে অনুপ্রাণিত করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন