ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক

দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে আহ্বান তারেক রহমানের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১২:৪৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথম পর্বের বৈঠক শুরু হয়। গতকাল রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা বৈঠকে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমান প্রার্থীদের আহ্বান জানিয়েছেন দলীয় সিদ্ধান্ত ও প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গত রোববার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়। এ সময় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপির কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’ মনোনয়নপ্রত্যাশীরা এ সময় নীরব থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান।