শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:১৮ এএম

পোশাক পরলে কেমন মানাবে, দেখা যাবে মোবাইলেই

ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:১৮ এএম

মোবাইলে দেখা যাবে নতুন পোশাকে কেমন মানাবে আপনাকে। ছবি- সংগৃহীত

মোবাইলে দেখা যাবে নতুন পোশাকে কেমন মানাবে আপনাকে। ছবি- সংগৃহীত

ইকমার্সে কেনাকাটার সময় গ্রাহকদের কপালে দুশ্চিন্তার ভাঁজের পেছনে থাকে একটি দ্বিধা। পোশাকটি বাস্তবে পরলে কেমন মানাবে, সে বিষয়েই গ্রাহকদের মাঝে থাকে দ্বিধা। তবে ইকমার্সে কেনাকাটায় এখন থেকে আর সেই দ্বিধা বা বিভ্রান্তি থাকছে না। মোবাইলেই দেখা যাবে পছন্দের পোশাকটি বাস্তবে পরলে নিজেকে কতটা মানাবে। কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে এই সমাধান এনেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। 

গত বৃহস্পতিবার এআই চালিত এই ফিচার চালুর ঘোষণা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি বলছে, এর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়ালি পোশাক ‘ট্রাই’ করে দেখতে পারবেন। একই সঙ্গে উন্নত ‘প্রাইস অ্যালার্ট’ চালু করেছে এবং একটি নতুন ফিচারের ইঙ্গিত দিয়েছে, যা জেনারেটিভ ইমেজারি ব্যবহার করে ক্রয়যোগ্য আউটফিট ও রুম ডিজাইনের অনুপ্রেরণা দেবে। প্রায় দুই মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে ভার্চুয়াল ট্রাই-অন ফিচারটির আনুষ্ঠানিক উদ্বোধন করলো গুগল। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের একটি ছবি আপলোড করে কোনো নির্দিষ্ট পোশাক নিজের গায়ে কেমন লাগবে তা ভার্চুয়ালি দেখতে পারবেন।

এই ফিচারটি অবশ্য আপাতত যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। ব্যবহারকারীরা গুগলের শপিং গ্রাফে থাকা পোশাকগুলোর ওপর গুগল সার্চ, গুগল শপিং এবং গুগল ইমেজের প্রোডাক্ট রেজাল্ট থেকে এটি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতে হলে, প্রথমে কোনো পোশাকের প্রোডাক্ট লিস্টিং বা সার্চ রেজাল্টে গিয়ে ‘ঃৎু রঃ ড়হ’ আইকনে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীকে নিজের ফুল-লেংথ (পা থেকে মাথা পর্যন্ত) ছবি আপলোড করতে হবে। তারপর সে ছবির ওপর ভার্চুয়ালি পোশাকটি দেখানো হবে, যেন ব্যবহারকারী দেখতে পারেন সেটি তার গায়ে কেমন লাগবে। ব্যবহারকারীরা চেহারাসহ লুক সংরক্ষণ ও বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন।

গুগল এর আগেও ভার্চুয়াল ট্রাই-অন প্রযুক্তি এনেছিল, তবে তা মূলত বিভিন্ন ধরনের মডেলের গায়ে পোশাক কেমন লাগে তা দেখাতে সীমাবদ্ধ ছিল। নতুন ফিচারে ব্যবহারকারীরা তাদের নিজের দেহাকৃতির ভার্চুয়াল সংস্করণে পোশাক ট্রাই করতে পারবেন।

এই উদ্যোগ এমন সময় এলো যখন গুগল ভার্চুয়াল ট্রাই-অন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে। গত মাসেই তারা ‘ডুপল’ নামে একটি পরীক্ষামূলক অ্যাপ চালু করে, যা এআই ব্যবহার করে বিভিন্ন পোশাক ব্যবহারকারীর গায়ে কেমন লাগবে তা ভিজ্যুয়ালাইজ করে দেখায়। গুগলের এক মুখপাত্র প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ’কে জানায়, নতুন ট্রাই-অন ফিচার ও ডুপল উভয়েই একই জেনারেটিভ এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হলেও ডুপল অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত স্টাইল কাস্টমাইজ করতে আরও গভীরে যেতে সাহায্য করে। ডুপল এমনকি এআই-চালিত ভিডিও তৈরি করতে পারে, যাতে পোশাকটি বাস্তবে পরলে কেমন লাগবে, তার আরও বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়।

প্রাইস অ্যালার্টে নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ব্যবহারকারীরা তাদের নির্ধারিত বাজেট অনুযায়ী নির্দিষ্ট আকার ও রংসহ পণ্যের জন্য অ্যালার্ট সেট করতে পারবেন। গুগলের কনজ্যুমার শপিং বিভাগের পরিচালক ড্যানিয়েল বাকলি বলেন, ‘শপিং গ্রাফে ওয়েবজুড়ে থাকা প্রোডাক্ট ও দামের তথ্য রয়েছে। তাই আপনার নির্ধারিত শর্ত পূরণ হলে আমরা আপনাকে জানিয়ে দেব। আর বারবার দেখে নিতে হবে না, সেই ব্যাগটা অবশেষে আপনার বাজেটে এসেছে কি না।’

এ ছাড়া গুগল জানিয়েছে, তারা আগামীতে একটি নতুন ফিচার আনতে যাচ্ছে যা ব্যবহারকারীদের ক্রয়যোগ্য আউটফিট ও রুম ডিজাইন অনুপ্রেরণার সুযোগ দেবে। যেমন, কেউ যদি গার্ডেন পার্টির জন্য একটি সবুজ, হালকা পোশাক খোঁজেন কিংবা শোবার ঘরের সাজসজ্জার জন্য আইডিয়া চান, তাহলে ফিচারটি ভিশন ম্যাচ প্রযুক্তি ব্যবহার করে প্রাসঙ্গিক ভিজ্যুয়াল অপশন তৈরি করবে এবং শপিং গ্রাফের ৫০ বিলিয়ন পণ্যের ডেটাবেইস থেকে সেই অনুযায়ী পণ্যের তালিকা দেখাবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!