ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

সংবাদ পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম ‘ফেসবুক’

ইনফোটেক প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০২:০০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সংবাদ পাওয়ার ক্ষেত্রে যে মাধ্যমগুলো ব্যবহার করেন, তার মাঝে শীর্ষে রয়েছে ফেসবুক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ পেয়ে থাকেন এমন ব্যবহারকারীদের মধ্যে সর্বোচ্চ ২৬ শতাংশই এক্ষেত্রে ফেসবুক ব্যবহার করেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউটিউব (২১%)। তবে তৃতীয় ও চতুর্থ অবস্থান দখলে রেখেছে ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম (১৬%) এবং হোয়াটস অ্যাপ (১৫%)। তালিকার শীর্ষ পাঁচের শেষ নামটি ইলন মাস্কের ‘এক্স’ তথা সাবেক টুইটার (১১%)। এই হিসেবে সংবাদের সাথে পাঠক ও দর্শকদের সংযোগ করিয়ে দেওয়া শীর্ষ পাঁচটি প্ল্যাটফর্মই যুক্তরাষ্ট্রের। তবে ষষ্ঠ তালিকায় রয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটক। 

রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট ২০২৫ এ উঠে এসেছে এসব তথ্য। এই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের কম বয়সী অর্ধেকের বেশি মানুষ এখন সংবাদ পাওয়ার প্রধান উৎস হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন। এর পরেই রয়েছে টেলিভিশন ও অনলাইন নিউজ সাইটগুলোর অবস্থান। ২০১৪ সাল থেকে যে ১২টি দেশে এই বিষয়ে জরিপ চালিয়ে আসছে রয়টার্স ইনস্টিটিউট, সেখানে দেখা গেছে, ফেসবুক ও ইউটিউব এখনো সংবাদ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

২০২২ সাল পর্যন্ত ফেসবুকের মাধ্যমে খবর পড়ার হার ছিল ৩০ শতাংশ। তবে সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, এটি ২৬ শতাংশে নেমে এসেছে, যা ২০১৬ সালের সর্বোচ্চ অবস্থান থেকে ১৬ শতাংশ পয়েন্ট কম। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে সংবাদ পড়ার হার বেড়েছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মাঝে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণস্বরূপ, ২০২০ সালে মাত্র ১ শতাংশ মানুষ টিকটকের মাধ্যমে সংবাদ পড়তেন, যেখানে বর্তমানে এই হার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে।