কুষ্টিয়ায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানার বিআইটিসি মোড়ে অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত বৃহস্পতিবার রাতে সদর থানাধীন বিআইটিসি মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।