ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০২:২৮ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী নামের ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। নিহত রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদিপ্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পেছনে বালুর মাঠে খেলাধুলা করতে গিয়ে মাঠের পাশে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু রিজভী। এরপর নারায়ণগঞ্জ থেকে ফায়ার (ডুবুরি) সার্ভিসের একটি টিম সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খুঁজেও সন্ধান পায়নি শিশুটির। পরে গতকাল সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আবার খুঁজতে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে পাঠানো হয়।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, ‘নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। কোনো অভিযোগ না থাকলে মরদেহ দাফন করা যাবে।’