চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক ও শিল্পকারখানা থেকে হাজার হাজার কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পটিয়া উপজেলা শাখা।
গতকাল বিকেলে থানার মোড় চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার সভাপতি মোরশেদুল ইসলাম খোরশেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরিকদের রুটি-রুজি কেড়ে নেওয়া, কর্মসংস্থান ধ্বংস এবং শিল্পকারখানার অবনমন রাষ্ট্রের মানবতাবিরোধী আচরণেরই অংশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে সব নাগরিককে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে। এ সময় অবিলম্বে অন্যায়ভাবে চাকরিচ্যুত সবাইকে পুনর্বহালের দাবি জানান বক্তারা।