ফোন আমাদের দৈনন্দিন জীবনের এমন এক সঙ্গী, যা এক মুহূর্ত বন্ধ থাকলেও মাথা গরম হয়ে যায়। আর সেই ফোনকে সচল রাখে ছোট্ট এক ডিভাইস চার্জার। কিন্তু আমরা অনেকেই চার্জারের যতœ নিতে গিয়ে বেশ কিছু ভুল করে ফেলি, যার ফলে এই চার্জারগুলো প্রায়ই নষ্ট হয়ে যায়, ব্র্যান্ডেড হলেও টেকে না। নিচে সেই সাধারণ ভুলগুলো, কেন হয়, আর কীভাবে বাঁচা যায় সবটাই বিস্তারিতভাবে জানানো হলো।
চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা
অনেকেই চার্জ দিয়ে গেম খেলা, ভিডিও দেখা বা স্ক্রলিং চালিয়ে যান। এতে চার্জার, কেবল ও অ্যাডাপ্টার স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়। অতিরিক্ত তাপ চার্জারের ভেতরের সার্কিট দ্রুত দুর্বল করে ফেলে।
কী করবেন : চার্জিংয়ের সময় ফোনটাকে একটু বিশ্রাম দিন। অন্তত ভারী কাজগুলো এড়িয়ে চলুন।
কম দামের নকল চার্জার ব্যবহার
রাস্তায় বা দোকানে ২০০-৩০০ টাকার যে নকল চার্জার পাওয়া যায়, সেগুলোতে প্রোটেকশন সার্কিট থাকে না। ফলে ভোল্টেজ ওঠানামা হলে অ্যাডাপ্টার সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং ফোনেরও বড় ক্ষতি করতে পারে।
কী করবেন : ফোনের ব্র্যান্ডের অরিজিনাল চার্জার বা ভালো মানের সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন।
চার্জিং কেবল টেনে ছেঁড়া
অনেকেই কেবল ধরে টান দিয়ে ফোন থেকে খুলে ফেলেন। এতে কেবল ও অ্যাডাপ্টারের জংশন জায়গাটি দ্রুত লুজ হয়ে যায়। ভেতরের তার ছিঁড়ে গিয়ে শর্টসার্কিটও হতে পারে।
কী করবেন : সবসময় প্লাগ ধরে খুলুন। কেবলকে টান দিয়ে কখনো খুলবেন না।
চার্জার সবসময় সকেটে লাগানো রাখা
একবার ব্যবহার শেষে অনেকেই চার্জার সকেটেই রেখে দেন। এতে অ্যাডাপ্টারের ভেতরের সার্কিটে ক্রমাগত লোড থাকে। লুকানো স্পার্কিং ও হিটিংয়ের কারণে দিনকে দিন চার্জারের লাইফ কমে যায়।
কী করবেন : কাজ শেষে চার্জার খুলে ফেলুন অভ্যাসটা ফোনের লাইফ বাঁচাবে।
আর্দ্র জায়গায় চার্জার ব্যবহার
অনেকে ঘুমানোর সময় বেডের পাশে, রান্নাঘর বা বাথরুমের কাছাকাছি চার্জার ব্যবহার করেন। আর্দ্রতা চার্জারের সার্কিটে দ্রুত ক্ষতি করে। আরাম্ভে দেখা যায় সমস্যা নেই, কিন্তু ধীরে ধীরে শটিং-এর ঝুঁকি বাড়ে।
কী করবেন : চার্জার সবসময় শুকনো ও বাতাস চলাচল আছে এমন জায়গায় ব্যবহার করুন।
লো-কোয়ালিটি মাল্টিপ্লাগ বা এক্সটেনশন বোর্ড ব্যবহার
সস্তা মাল্টিপ্লাগে ভোল্টেজ ওঠানামা বেশি হয়। চার্জার যে নির্দিষ্ট ভোল্টেজ চায়, সেটা না পেলে ওভারলোড হয়ে দ্রুত নষ্ট হয়।
কী করবেন : ভালো মানের সার্জ প্রোটেকশনসহ মাল্টিপ্লাগ ব্যবহার করুন।
মোবাইল কেস না খুলে চার্জ করা
অনেকে মোটা কেসসহ চার্জে লাগান। ফোন গরম হলে চার্জারের ওপর চাপ পড়ে। দীর্ঘদিনে চার্জারের আউটপুট সার্কিট নষ্ট হতে থাকে।
কী করবেন : ফোন বেশি গরম হলে কেস খুলে কিছুক্ষণ চার্জ দিন।
গাড়িতে নকল কার চার্জার দিয়ে চার্জ করা
রোডে চলার সময় গাড়ির ব্যাটারিতে ভোল্টেজ ওঠানামা হয়। নকল কার চার্জার এসব শক সামলাতে পারে নাÑ যার চাপ পরে মোবাইল চার্জারের কেবলে ও অ্যাডাপ্টারে।
কী করবেন : ভালো মানের ব্র্যান্ডেড কার চার্জার ব্যবহার করুন।
অতিরিক্ত লম্বা বা ছোট কেবল ব্যবহার
অতিরিক্ত লম্বা কেবল রেজিস্ট্যান্স বাড়ায়, ছোট ও চিকন কেবল দ্রুত গরম হয় দুটোই চার্জারের সার্কিটের জন্য ক্ষতিকর।
কী করবেন : স্ট্যান্ডার্ড মাপের কেবল ব্যবহার করুন।
চার্জার ঢেকে রাখা বা বালিশের নিচে রাখা
অনেকে ঘুমানোর সময় চার্জারÑ পাওয়ার ব্রিক বালিশ কিংবা বইয়ের নিচে চাপা দেন। এতে চার্জার গরম হয়ে দ্রুত নষ্ট হয়।
কী করবেন : চার্জারকে সবসময় খোলা জায়গায় রাখুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন