দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ছয় দিনের কম্পিউটার মেলা। ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ নামের এই মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে, প্রতিবছরের মতো এবারও মেলায় বিভিন্ন পণ্য কিনে আকর্ষণীয় উপহার, মূল্যছাড়, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়া যাবে। টেক সেলিব্রেটি আড্ডাসহ দর্শনার্থীদের জন্য প্রতিদিন আয়োজন করা হবে কনসার্ট ও র্যাফেল ড্র।
শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।
মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই ও টিপি-লিংক।

