ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে আরিফুল ইসলাম রাহুল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাউলী মোহাম্মদপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে থানার পুলিশ। রাহুল ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে বাক্সপোঁতা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় রাহুল। গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে
আত্মহত্যা করে সে।