কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেললাইন অবরোধ করেন।
এর আগে সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
এ সময় বাকৃবির পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, ‘টানা ২৫ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলন চলমান রয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে আমরা জয় লাভ করার বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।’
তিনি বলেন, ‘গতদিন আমরা প্রশাসনকে ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম, এরই ধারাবাহিকতায় আজ আমরা রেলপথ অবরোধ করেছি। তবে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে আগামী রোববার সকাল ৯টায় বৈঠকে বসবেন, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং সদস্য সচিব ড. মো. আসাদুজ্জামান সরকার এবং বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টা ৫৪ মিনিটে রেললাইন অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল থেকে ভেটেরিনারি সায়েন্স ও পশুপালন অনুষদকে একসঙ্গে করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পরবর্তীতে এতে ভেটেরিনারি অনুষদীয় ছাত্রসমিতি একাত্বতা পোষণ করে।