ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ, চলাচল ব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৪:৫৮ পিএম
পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ভাঙনের ফলে ফেরিঘাটের র‌্যাম্প পানিতে ডুবে যাওয়ায় ঘাট দিয়ে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।  

মেরামতের কারণে দুপুর দেড়টা পর্যন্ত ৩ নম্বর ঘাটও বন্ধ থাকায় ফেরি চলাচলে চরম বিঘ্ন দেখা দেয়। বর্তমানে পাটুরিয়ার ৫টি ফেরিঘাটের মধ্যে মাত্র ২টির মাধ্যমে পারাপার হচ্ছে।

ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের ফেরি যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো ঘাটে সমস্যা হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা ভোগান্তিতে পড়ছেন।

ঝিনাইদহ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে আসা চালক মিজানুর রহমান বলেন, ‘মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা আমাদের গালমন্দ করে। এক-এক দিন এক-এক ঘাট বন্ধ হয়, কোনো স্থায়ী সমাধান নেই।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, নদীর তীব্র স্রোত ও ভাঙন সামাল দিতে নিয়মিত মেরামতের কাজ চলছে। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে নদী শাসন প্রকল্পের ওপর।