বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:১৩ এএম

মুগ্ধতা ছড়াচ্ছে সোনাকান্তের লাল শাপলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:১৩ এএম

মুগ্ধতা ছড়াচ্ছে সোনাকান্তের লাল শাপলা

গ্রামবাংলার অকৃত্রিম রূপছায়া আর মায়া সবই যেন ধারণ করে আসছে শাপলা ফুল। ভেসে থাকা পাতার গাঢ় সবুজ রঙের গালিচায় ঢেকে গেছে টলমলে পানি। আর সেখানে সকালের মিঠে রোদ এসে লুটোপুটি খেতে চাইলেও গাছের শাখার বাধা পেয়ে সব ফুল ছুঁতে পারছে না। ছোট ছাট জলাশয়, খাল-বিল আর নদীর নয়নাভিরাম রূপ দিতে ফুটে রয়েছে এই ফুল। খালে-বিলে লাল শাপলার সৌন্দর্যে পূর্বের আকাশের সূর্যের রক্তিম আভাকে যেন আলিঙ্গন করেছে।
মুগ্ধতা ছড়ানো গোলাপি আর লাল শাপলার এই বিল সোনাকান্ত বিল নামে পরিচিত। সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশে সোনাকান্ত বিলের অবস্থান। প্রত্যন্ত এলাকার ছোট্ট এই বিলে লাল আর গোলাপি শাপলায় ছড়াচ্ছে ঝিলিক।

ইউনিয়নের আমডাঙ্গা, বাগধা, সড়াতৈলসহ কয়েক গ্রামবাসীর প্রায় ৪০ বিঘা জমি রয়েছে এই বিলে। জমিগুলো নিচু হওয়ায় এক ফসলি জমিতে শুধু ইরি-বোরো আবাদ হয়। আর বছরের ছয় মাসের অধিক সময় জলাবদ্ধতার কারণে বর্ষাকালে প্রাকৃতিকভাবে এই বিলে জন্মে পদ্মফুল। বর্ষাকালে চারদিকে লাল আর গোলাপি পদ্মফুল দেখলে চোখ জুড়িয়ে যায়। বিলে ফোটা শাপলা ফুলের বাতাসে দোল খেয়ে সম্ভাষণ জানাচ্ছে দর্শনার্থীদের। তাই তো সোনাকান্ত বিলের শাপলার সৌন্দর্য উপভোগ করতে আগমন ঘটে প্রকৃতিপ্রেমীদের।

পুরো বিলে ফুটে থাকা এমন অপরূপ দৃশ্য যেন ভ্রমণপিপাসুদের হাতছানি দেয়। আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও প্রতিনিয়ত আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সি মানুষ। কেউ আবার আসছেন বন্ধু বা প্রিয় মানুষটির হাত ধরে। সৌন্দর্য উপভোগের সঙ্গে স্মৃতি হিসেবে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

কথা হয় বিলের জমির মালিক আমডাঙ্গার আব্দুস ছাত্তার ও বাগধা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে। তারা জানান, প্রতি বছরই বর্ষাকালে সোনাকান্ত বিলে শাপলা ফুটে ভরে যায়। অপরূপ সৌন্দর্য দেখে আমাদের ভালো লাগে। এ সময় বিভিন্ন এলাকা থেকে বিলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা ভিড় জমায়। এলাকার অনেকে পদ্মফুল তুলে বাজারে বিক্রিও করে।

গত মঙ্গলবার বিলে ঘুরতে আসা সাদিয়া আকতার, লিমা, প্রিয়া, লিজা নামের কয়েকজন জানান, সোনাকান্ত বিলের শাপলা ফুলের সৌন্দর্য ফেসবুকে প্রচার হওয়ায় বিলটি তারা দেখতে এসেছেন। শাপলা বিলের এমন সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। বিলটি এখন ‘পদ্মবিল’ নামেই সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। সেসঙ্গে সোনাকান্ত বিলটি এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!