রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে বিএনপি নেতার দখল করা অফিস সিলগালা করা হয়েছে। বর্তমানে রেলস্টেশনের কক্ষটি নিয়ন্ত্রণে নিয়েছে রেল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি দল এসে কক্ষটি সিলাগালা করে দেয়।
কক্ষটি দখল করেছিলেন রাজশাহী মহানগর বিএনপির মতিহার থানার সভাপতি একরাম আলী। দিনের বেলা কক্ষটি তালাবদ্ধ থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে মাসখানেক ধরে লোকজন নিয়ে তিনি সেখানে বসতেন। এ ঘটনায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর কক্ষটি সিলগালা করা হলো।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এই স্টেশন চালু করেছিল বাংলাদেশ রেলওয়ে। তবে দীর্ঘদিন ধরেই স্টেশনটি প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কিছু লোকাল ট্রেন এখানে দাঁড়ায়। বেশ কয়েকজন ছিন্নমূল মানুষ স্টেশনে রাতযাপন করে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কক্ষটি দখলে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তবে মাসখানেক আগে থেকে ওই কক্ষে একরাম আলী ও তার অনুসারীরা নিয়মিত বসছেন। সেটি রং করে চেয়ার-টেবিল বসিয়ে ‘পার্টি অফিস’ বানিয়ে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করছেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের।
এ ব্যাপারে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা সরেজমিনে বিষয়টির তদন্ত করে সত্যতা পাই। এরপর মঙ্গলবার রাতে স্টাফ পাঠিয়ে কক্ষটি সিলগালা করে আমাদের নিয়ন্ত্রণে নিই।’
আপনার মতামত লিখুন :