ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:২৯ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া এলাকায় একটি শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ গাজীপুরের শ্রীপুর উপজেলার কেবির বাড়ি এলাকার নুর আলমের ছেলে মাহিন শেখ (১৬) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজিদ হোসেন (৩৫)।


ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কাপাসিয়া উপজেলার পাচুয়া এলাকায় একটি বিলে শাপলা ফুল দেখতে নৌকা দিয়ে ৫ বন্ধু ঘুরতে যান। একপর্যায়ে নৌকাটি বিলের মধ্যে ডুবে যায়। এ সময় স্থানীয়রা বায়েজিদকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে মাহিনকে মৃত ঘোষণা করেন।


কাপাসিয়া থানার ওসি মো. জয়নাল আবেদীন ম-ল জানান, পাচুয়া বিলে একটি ছোট নৌকা নিয়ে ৫ বন্ধু শাপলা ফুল দেখতে ঘুরতে যান। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।