জুলাই সনদ ঘোষণা ও ঘোষণাপত্রকে স্থায়ী আইনি রূপ দেওয়ার দাবিতে প্রায় ৩২ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন। একই সঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাগবিত-া শুরু হয়। পরে সংঘাত এড়াতে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।
জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই ঘোষণাপত্র এবং দ্রুত স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড় অবরোধ করে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ধরে শাহবাগ অবরোধ করে যারা জুলাই যোদ্ধা দাবি করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল হঠাৎ করেই একদল ছাত্র-জনতা ঢুকে অবরোধকারীদের ব্যারিকেড ভেঙে দেয়। এরপর তাদের ‘ভুয়া’ জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে মারধর করতে গেলে তারা পালিয়ে যায়।
‘প্রকৃত’ জুলাই যোদ্ধা দাবি করে এক ব্যক্তি বলেন, ‘সরকার এরই মধ্যে তারিখ ঘোষণ করেছে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরও ক্ষোভ জন্মাচ্ছে। তাদের গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখেনি।’ এ সময় তিনি জুলাই-আহত কার্ড বের করে দেখান ওই ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের মতে, একদল ছাত্র-জনতা নিজেদের ‘প্রকৃত’ জুলাই যোদ্ধা দাবি করে এবং আন্দোলনকারীদের ‘ভুয়া’ আখ্যায়িত করে জনদুর্ভোগ সমাধান করতে এখানে আসেন। পরবর্তী তাদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দুই দিন ধরে শাহবাগ অবরোধ। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তো জুলাই সনদ ঘোষণা করার কথা বলাই হয়েছে, তারপরও এরা জনদুর্ভোগ সৃষ্টি করছিল। এখন জানতে পারলাম এরা ভুয়া জুলাই যোদ্ধা। পরে যারা এসে এদের তুলে দিয়েছে তারা অনেকেই জুলাই-আহত কার্ড দেখিয়েছে, গুলির চিহ্ন দেখিয়েছে। এতে আমরা বুঝতে পেরেছি, এরাই আসল জুলাই যোদ্ধা।’
জানা যায়, প্রথমে একটু সংঘর্ষ হলেও কিছু সময়ের মধ্যেই অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
জুলাই সনদ ঘোষণা ও ঘোষণাপত্রকে স্থায়ী আইনি রূপ দেওয়ার দাবিতে বৃষ্টির মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহিদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে ছুটির দিনেও শাহবাগসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী হাজারো মানুষজন। শাহবাগে অবস্থান নিয়ে এদিন সকাল থেকে সড়ক অবরোধ করে সেøাগান দিতে থাকেন তারা। অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবির পাহারা দেখা যায়।