ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:৫২ এএম
কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি ১৮ জুন গঠন করে অভিযোগের কারণে ২২ জুন রহিত করা হয়। এরপর সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ২৫ আগস্ট রহিতকরণ আদেশ প্রত্যাহার করা হয়েছে। জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটিতে উপমহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি ও সহকারী মহাব্যবস্থাপক মো. হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে অন্য সদস্যদের মধ্যে আছেন সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহ-সভাপতি; সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মন্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী একটি বুদ্ধিজীবী ও গবেষণাধর্মী সংগঠন জিয়া পরিষদ। বাংলাদেশ কৃষি ব্যাংকে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে ব্যাংকের মর্যাদা উন্নীতকরণের লক্ষ্য সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।