সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে সাংবাদিক আরিফুল ইসলাম বাদী হয়ে সুলতানা পারভীনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ মামলা দায়ের করেন। পরে সেই মামলায় সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। গতকাল মঙ্গলবার সুলতানা পারভীন স্থায়ী জামিন নিতে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে সাংবাদিককে উঠিয়ে আনা ও পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক মামলায় এক বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়। পরে সাংবাদিকদের আন্দোলনের মুখে পরদিনই নিঃশর্তে তাকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, ‘চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি’।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন