সোয়াতে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের প্রথম নারী পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম (সোনিয়া) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (এসপি) পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপার নিউমারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) গাজী জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এসপি (ইন্টেলিজেন্স), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা পদে পদায়ন করা হয়।২৮তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রথমে সিলেট জেলা পুলিশে শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী কমিশনার (সদর ও ট্রাফিক), রাঙামাটি ও খাগরাছড়ি জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালে সিএমপিতে কর্মরত থাকাকালে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সোয়াত প্রশিক্ষণে অংশ নিয়ে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েন। এরপর ২০১৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন এবং একই বছরে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। পরে তিনি চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন।
কমিউনিটি সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশ কর্তৃক ‘কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেন মাহমুদা বেগম।