অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোট বানচালের ক্ষমতা কারো নেই।
তিনি মনে করেন, সব দল সৎ থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধপরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারও সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
প্রেস সচিব আরও বলেন, আগামীতে যে ভালো নির্বাচন হবে, এর প্রতিফলন হচ্ছে ডাকসু ভোট। দেশে যেকোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়ে প্রেস সচিব জানান, এ পর্যন্ত ৫১টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, ৩৭টি সুপারিশ আংশিক বাস্তবায়নের পথে এবং বাকি সুপারিশগুলোও বাস্তবায়নাধীন। কিছু সুপারিশ রাজনৈতিক প্রকৃতির, যা নির্বাচিত সরকারের সময় বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, অনেকে ভুলভাবে মনে করছেন যে সংস্কার হচ্ছে না। আসলে প্রতিটি মন্ত্রণালয় নিয়মিতভাবে বড় বড় সংস্কার করছে। ব্যাংকিং, এনার্জি, রাজস্ব, শ্রমÑ প্রায় সব খাতেই সংস্কার হয়েছে এবং এগুলো অব্যাহত আছে।