ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে মাদকের কেনাবেচা নিয়ে গুলিবিদ্ধ দুই যুবক

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:৫৪ এএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর শাহাজাহানপুর থানার ঝিলপাড় এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিশাল (২৪) পেশায় একজন লেগুনাচালক। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গোপালনগর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। বর্তমানে শাহজাহানপুর থানার মাদারটেক বাজারের গলিতে ভাড়া থাকে।

অন্যদিকে ঢাকার নবাবগঞ্জের সুরগঞ্জ এলাকার কামালের ছেলে রবিন (২৪)। বর্তমানে তিনি শাহাজানপুর থানার বাগিচা এলাকায় থাকে।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে রবিন ও শান্ত নামে অপর এক যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শান্ত পিস্তল বের করে রবিনের পেটে গুলি চালায়। এ সময় পাশে থাকা লেগুনাচালক বিশালও গুলিবিদ্ধ হন।

এসআই আরও জানান, শান্ত ও রবিন দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। গুলির পর শান্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।