মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির ফৌজদারি বিচার শুরু হয়েছে। দেশটিতে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ বিচার প্রক্রিয়া শুরু হয়।
আসামি রায়ান রাউথের বয়স ৫৯ বছর। তিনি অস্বাভাবিকভাবে নিজের পক্ষেই আদালতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে, যার মধ্যে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার চেষ্টার অভিযোগও আছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিচার শুরুর একদিন আগে অতি-ডানপন্থী গণমাধ্যম ব্যক্তিত্ব ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক খুন হন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত বছরের ১৫ সেপ্টেম্বর রাউথ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব এলাকায় রাইফেল হাতে লুকিয়ে ছিলেন। অভিযোগ করা হয়, তিনি ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন।
তবে গলফ ক্লাবের সীমানায় এক সিক্রেট সার্ভিস সদস্য অস্ত্র দেখতে পেয়ে গুলি চালান এবং পরিকল্পনা ভেস্তে যায়। এরপর রাউথ পালিয়ে যান, কিন্তু ফ্লোরিডার এক মহাসড়ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিচার চলাকালে রাউথ অপ্রাসঙ্গিক নানা মন্তব্য করতে থাকলে বিচারক আইলিন ক্যানন তার বক্তব্য বন্ধ করে দেন। মামলার জন্য নিযুক্ত দুইজন সরকারি আইনজীবী আপাতত তাকে লজিস্টিক সহায়তা দিচ্ছেন।
সূত্র: আল-জাজিরা