নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
শফিকুর রহমান জানান, আজ (গতকাল) বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যেসব যাত্রী ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, তারা আজ (গতকাল) বিমানের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারবেন।
নেপালের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বলছে, শিক্ষা সফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপাল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত বাংলাদেশির সংখ্যা সেখানে প্রায় ৫০ জন। এ ছাড়া বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশটিতে।