চট্টগ্রাম নগরীর বন্দর থানার ডেবার পাড় এলাকায় পুলিশ দেখে পুকুরে লাফ দেওয়া মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি স্থানীয় নেছার আহমেদের ছেলে। গতকাল সোমবার বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার ইটভাটা সংলগ্ন ডেবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত রোববার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল দল ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ২৫ থেকে ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা দৌড়ে পালাতে থাকে। এ সময় মাসুদ রানা পালাতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যান। পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও তিনি আর উপরে ওঠেননি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, কয়েকজন যুবক তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা পুকুরে ঝাঁপ দেন। চার-পাঁচজন উঠে এলেও একজন নিখোঁজ ছিলেন। আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ২০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‘পুলিশ দেখে পুকুরে লাফ দেওয়ার বিষয়ে বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘আজ (সোমবার) সকালে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। তার বাইরে আর কিছু আমাদের জানা নেই। ওই এলাকায় জুয়া বা মাদকের আসর নিয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। সেখানে কোনো অভিযান হয়নি। হয়তো কোনো ওয়ারেন্টের আসামি খুঁজতে পুলিশ ওই এলাকায় সড়ক দিয়ে গিয়েছিল। পুলিশ যাবার কথা শুনে হয়তো কেউ লাফ দিয়েছে। তবে আমাদের কোনো অভিযান সেখানে ছিল না।’
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সকালে ফায়ার সার্ভিস থেকে একটি লাশ উদ্ধারের ঘটনা থানায় জানানো হয়। পরে উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।