ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নবজাতক চুরির মামলা

১২ দিনের শিশুসহ মাকে প্রিজন সেলে পাঠালেন আদালত

খুলনা ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:০৫ এএম

খুলনায় নবজাতক চুরির মামলায় গ্রেপ্তার শাহজাদী ও তার ১২ দিন বয়সি মেয়ে অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে। গত রোববার রাতে চিকিৎসকদের পরামর্শে কারা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নেয়। বর্তমানে পৃথক কেবিনে চিকিৎসাধীন তারা।

গতকাল সোমবার সকালে শাহজাদী ও তার মা নার্গিস বেগমের জামিন আবেদন খারিজ করেন খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আনিসুর রহমান।

আইনজীবীরা জানিয়েছেন, মানবপাচার মামলায় নি¤œ আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই। তাই মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে নতুন করে আবেদন করা হবে।

ঘটনার সূত্রপাত ১১ সেপ্টেম্বর। ওইদিন শাহজাদী পঞ্চম সন্তানের জন্ম দেন। তবে ছেলে না হওয়ায় স্বামী অসন্তুষ্ট হয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। পারিবারিক চাপে মানসিকভাবে বিপর্যস্ত শাহজাদী ১৫ সেপ্টেম্বর একই হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতক ছেলে শিশুকে চুরি করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ সেদিনই শিশুটিকে উদ্ধার করে এবং শাহজাদীর মা নার্গিস বেগমকে আটক করে। পরে শাহজাদী ও তার মায়ের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন নবজাতকের বাবা মির্জা সুমন।

তবে বর্তমানে সুমন জানিয়েছেন, আবেগের বশে মামলা করেছিলেন তিনি। এখন আর তা চালিয়ে যেতে চান না। অন্যদিকে তদন্ত কর্মকর্তা এসআই শাহীন কবির জানিয়েছেন, মামলাটি আদালতের এখতিয়ারাধীন। সিদ্ধান্ত আদালতই নেবে।