রাজধানীর ইডেন কলেজের ভূগোল বিভাগের অনার্স চতুর্থ বর্ষের নির্বাচনি পরীক্ষা নিয়ে ঘটেছে তুঘলগি কা-। প্রাকৃতিক দুর্যোগের কারণে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষায় আসতে না পারা সত্ত্বেও হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে নেওয়া হয় পরীক্ষা। পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে নতুন করে আবার সেই পরীক্ষা নেওয়া হয়।
কলেজটির একাধিক শিক্ষার্থী জানান, গত সোমবার ভূগোল বিভাগের নির্বাচনি পরীক্ষা ছিল। কিন্তু ওইদিন সকালে মুষলধারে টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এই দুর্যোগ উপেক্ষা করে পরীক্ষার হলে অংশ নেয় হাতেগোনা কিছু শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান বিভাগীয় প্রধানকে। এমন অবস্থায় তিন সদস্যের পরীক্ষা কমিটির দুজন পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অপর সদস্য প্রভাষক সাহিদা তামান্না সিনিয়র দুই শিক্ষককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একক সিদ্ধান্তে সকাল ১০টার সময় বিভিন্ন ছাত্রী হল থেকে ১৫-২০ জন ছাত্রী ডেকে এনে তড়িঘড়ি করে পরীক্ষাটি নিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, ১৫-২০ জন পরীক্ষার হলে বসলেও বাকি ১২০-১২৫ জন শিক্ষার্থীর প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার হলে আসতে পারেননি। ওই সময় প্রভাষক সাহিদা তামান্না ছাত্রীদের ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়ে দেন বাকিদের পরীক্ষা পরবর্তীতে আর নেওয়া হবে না। পরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহারকে জানান।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল প্রচ- বজ্রপাতও। এতে রাজধানীর অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যায়। কোথাও কোথাও হয়ে যায় হাঁটু থেকে কোমরসমান পানি। ছিল তীব্র যানজট। সবমিলিয়ে ওই সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পোহাতে হয় তীব্র দুর্ভোগ।
কলেজটির কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থীরা অধ্যক্ষকে জানানোর পর তিনি তাৎক্ষণিক ভূগোল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্য শিক্ষকদের ডেকে নেন এবং প্রভাষক সাহিদা তামান্নাকে এমন শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য তিরস্কার করেন। একইসঙ্গে মঙ্গলবার ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন।
এরপর গতকাল মঙ্গলবার পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জানতে চাইলে সাহিদা তামান্না কোনো মন্তব্য করতে রাজি হননি। আর অধ্যক্ষ শামসুন্নাহার ও বিভাগী প্রধান অধ্যাপক খোরশেদ আলম মিটিংয়ে আছেন বলে জানান।
প্রসঙ্গত, শিক্ষা ক্যাডারের ৩৬ ব্যাচের কর্মকর্তা সাহিদা তামান্নার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে শিক্ষা ভবনের দাপট বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। ঢাকা শহরে রয়েছে তার নিজস্ব ফ্ল্যাট। ব্যবহার করেন দামি ব্র্যান্ডের নতুন গাড়ি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন