চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিন দিন পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।
এর আগে ভোট গ্রহণের তারিখ ছিল ১২ অক্টোবর। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সময় পরিবর্তন করেছে। একই কারণে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ৯৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে; কেন্দ্রে ৪২৯ এবং হলে ৫০২। বিতরণ হয়েছিল মোট ১ হাজার ১৬৪টি ফর্ম।
প্রতিষ্ঠার ৫৮ বছর পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ছয়বার। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৭০ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনবার এবং ১৯৮০ ও ১৯৮১ সালে দুইবার নির্বাচন হয়। সর্বশেষ ষষ্ঠ নির্বাচন হয় ১৯৯০ সালে। ওই বছরেরই এক ছাত্রনেতা হত্যাকা-ের পর চাকসু বন্ধ হয়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন