কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যক্রম পরিচালনা এবং উসকানিমূলক কর্মকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।