মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১২:৫৮ এএম

‘পর্নো তারকা’ যুগল আজিম-বৃষ্টি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১২:৫৮ এএম

‘পর্নো তারকা’ যুগল  আজিম-বৃষ্টি গ্রেপ্তার

  • একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে করত ভিডিও আপলোড
  • এক বছরে ১১২টি ভিডিও প্রকাশ
  • ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে নেন বাসা ভাড়া

বাংলাদেশে অবস্থান করে আন্তর্জাতিক পর্নো ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানে থাকা আলোচিত যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার ভোর রাতে বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পর্নো ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। স্থানীরা জানিয়েছেন, ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে ওই বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেপ্তার পর্নো তারকা যুগল।

সিআইডি বলছে, তারা শুধু নিজেরাই পর্নো ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদের এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকা-ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়।

গতকাল বিকেলে মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে আসে, মুহাম্মাদ আজিম ও বৃষ্টি মাত্র এক বছরেই পর্নো তারকাদের আন্তর্জাতিক পারফর্মার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম।

তিনি বলেন, ‘২০২৪ সাসের মে মাসে অন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।’

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করত। এভাবে খোলাখুলি প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচার চালাত। এ সময় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদের বিভিন্ন বার্তা প্রকাশ করত তারা। আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য তাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদের নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ। যেমনÑ টেলিগ্রাম চ্যানেলে নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য নগদ অর্থ প্রদান করা হবে মর্মে তারা বিজ্ঞাপন দিত।

জসীম উদ্দিন খান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের গ-ি পার হতে না পারা এ যুগল দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একইসাথে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট দ্রুততার সাথে এই পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ডাইপডসহ পর্নো ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়।’

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুকরণসহ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে কর্মকা- চালিয়ে যাচ্ছিলেন এই দম্পতি। ওই বাড়ির ম্যানেজার জানান, ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিয়ম অনুসারে সবকিছু রাখা হয়।

তিনি বলেন, ‘কোথাও গেলে বা বাসার বাইরে গেলে দুজনই হেলমেট পরে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতেন না তিনি। গ্রেপ্তার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরও একজন এসেছিলেন তাদের বাসায়।’

সূত্র জানায়, গ্রেপ্তারের আগে যুগলের বিরুদ্ধে দেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ বলে পরিচয় দিতেন এবং বিশ্বের একটি বৃহৎ ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।

জানা গেছে, গত ১৭ অক্টোবর অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টে প্রকাশিত একটি প্রতিবেদনে এই যুগলের কর্মকা-ের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মে মাস থেকে তারা অনলাইনে সক্রিয় এবং এক বছরের মধ্যে শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন। যুগলটি একাধিক অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। চ্যানেলে তারা নতুন ভিডিওর লিংক এবং আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধ করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

রূপালী বাংলাদেশ

Link copied!