তালিকা ঘিরে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতি সামনে আসার পর রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত সোমবার মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর জিআই শিডিউল-১ ২৩ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে এ ৫৩ জনের নাম সরকার বাতিল করেছে। সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
এ বিষয়ে কয়েকদিন আগে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, আগের গেজেটগুলো যাচাই-বাছাই চলছে। বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছেÑ এমনকি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে আগের তালিকাভুক্ত বহু ব্যক্তি প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে অংশও নেননি। এসব বিষয় বিবেচনায় সরকার উদ্বিগ্ন বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে গত ৩ আগস্ট শহিদদের তালিকা থেকে ৮ জনের নাম বাতিল করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। বর্তমানে শহিদের সংখ্যা ৮৩৬ জন। সরকারি তালিকা অনুযায়ী ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) এবং ‘আহত’ (গ) শ্রেণিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন।

