ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জানালেন প্রেস সচিব

শাহজালালে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৪০ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকা-ের তদন্ত রিপোর্ট গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে অগ্নিকা-ের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে জানা গেছে। কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনাটি কীভাবে ঘটল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে গত ১৮ অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ¦লা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ। ব্যবসায়ীরা দাবি করছেন, এই আগুনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১২ হাজার কোটি টাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এয়ারপোর্টে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ছিল। যেভাবে আগুন লাগে, তাতে সিভিল অ্যাভিয়েশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না নির্বাপণ করার।