ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৪৭তম বিসিএস পেছানোর দাবি

পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা, আহত ৫

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৫৪ এএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরত পরীক্ষার্থীদের জলকামান ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এর আগে প্রায় ৫ ঘণ্টা শাহবাগ অবরোধের পর গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এর আগে দাবি আদায়ে পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে ৫ জন আহত হন।

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কয়েকদিন ধরেই স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথও অবরোধ করেন তারা। এছাড়া গতকাল ঢাকা-আরিচা মহাসড়কও অবরোধ করা হয়। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের আন্দোলনের পরও পূর্ব ঘোষণা অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতিও নিয়েছে প্রতিষ্ঠানটি।

পিএসসির অনড় মনোভাব দেখে পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল বেলা ১টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। তবে শাহবাগে পুলিশের ব্যারিকেডের মুখে সেখানেই অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে ‘সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই’, ‘মোবাশ্বেরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘এক দুই তিন চার মোবাশ্বের তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন। তবে আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের আগেই তাদের শাহবাগ থেকে সরাতে যায় পুলিশ। এ সময় পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে পরীক্ষার্থীদের জলকামান ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে ৫ জন আহত হন। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন- মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।

আন্দোলনরত এক পরীক্ষার্থী বলেন, ‘আমরা যমুনার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করে। আমি মাথায় আঘাত পেয়েছি। আরও কয়েকজন আহত হয়েছেন।’

আহত শাকিল আহমেদ বলেন, ‘গত সেপ্টেম্বর মাসে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল (রেজাল্ট) দেয়। কিন্তু তারা আমাদের লিখিত পরীক্ষার জন্য তেমন কোনো সময় না দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করে। গত এক মাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এলাকায় আন্দোলন করছি।’

গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অবস্থান করছিলেন।